পরিপক্কতার চেয়ে বড় কোন অর্জন নেই

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

পরিপক্কতার চেয়ে বড় কোন অর্জন নেই

শারমীন আফরোজ |

চল্লিশে মাথায় দুই একটা পাকা চুল দেখা যায়, চামড়ায় বলিরেখা পড়ে, শরীরে অনাকাঙ্খি কিছু পরিবর্তন আসে, আশেপাশের লোকজন মনে করিয়ে দিতে থাকে – চল্লিশ হয়ে গেছে? তুমি তো শেষ।

বরং বিষয়টা এমন জীবনের চড়াই উৎরাই পার হয়ে আসা চল্লিশের নারী জানে what to do with her life, how to deal with odds and how to take the right steps without being controlled or influenced by anyone.

চল্লিশের নারীর চেহারায় এক অদ্ভুত গ্লো থাকে । অদ্ভুত এক সৌন্দর্য থাকে যেটা তাদের education আর wisdom থেকে আসে। সেই গ্লোর কাছে অনেক সময় তথাকথিত সৌন্দর্যের সংজ্ঞাও ম্লান হয়ে যায়।

একটা রিসার্চে দেখা গেছে প্রায় ৬০ শতাংশ নারী ৪০ এর পর শুধু আত্মবিশ্বাসীই বোধ করেন না, তারা মনে করেন they have been enjoying happiest time of their life. চল্লিশ হবার পরও তারা আগের যেকোন বয়সের থেকে অনেক বেশী younger, energetic feel করেন।

জীবনকে অনেক কিছু দিয়ে ফেলা নারী চল্লিশে এসে জীবনের কাছ থেকে কিছু নেবার পণ করেন। নানাবিধ দায়িত্ব, নিয়ম, ত্যাগ স্বীকার করে দীর্ঘদিন ব্যাক সীটে বসা নারী এবার ড্রাইভিং সিটে বসে নিজের জীবনের steering wheel ধরেন শক্ত করে। no matter how unfamilier and difficult the path is she can find the direction and make it to her destination.

চল্লিশ হলে মেয়েরা অকপটে সত্যি বলতে শেখে, নির্দ্বিধায় অপছন্দকে না বলতে পারে। ভালোবাসা আর মোহের পার্থক্য বোঝে।

চল্লিশ হতে হতে মেয়েরা বুঝে ফেলে পথ চলতে গেলে নিজের ছাড়া আর কারোর সাপোর্ট লাগে না।
চল্লিশে নারী বোঝে maturityর চেয়ে বড় কোন achievement নেই, confidence এর চেয়ে বড় কোন মেক আপ প্রডাক্ট নেই, আর personalityর চেয়ে সুন্দর কোন পোশাক নেই।

বালিকা, যুবতী, রমনীর পরিচয় ছাপিয়ে চল্লিশে এসেই বোধ হয় মেয়েরা সত্যিকারের মানুষ হয়ে উঠে।

শারমীন আফরোজ

ওনার অফ-তাঁত কথা

এ সংক্রান্ত আরও সংবাদ