রোড টু বেলেম: জলবায়ু অগ্রাধিকার তুলে ধরার আহ্বান

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

রোড টু বেলেম: জলবায়ু অগ্রাধিকার তুলে ধরার আহ্বান

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | বেলেম (ব্রাজিল), ১৪ নভেম্বর ২০২৫ : বাংলাদেশের মানুষের বাস্তব অভিজ্ঞতা ও জলবায়ু ঝুঁকির প্রতিফলন যেন আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথভাবে উঠে আসে—এ লক্ষ্যকে সামনে রেখে মিশন গ্রিন বাংলাদেশ ও ৩৫টি নাগরিক সমাজ ও যুবনেতৃত্বাধীন সংগঠন যৌথভাবে একটি সমন্বিত সিভিল সোসাইটি পজিশন পেপার প্রকাশ করেছে।

“রোড টু বেলেম: পিপল-লেড পলিসি – বাংলাদেশ পজিশন @COP30” শীর্ষক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (MoEFCC) সম্মানিত উপদেষ্টার উপস্থিতিতে এ পজিশন পেপারটি আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধিরা COP30 সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বসহকারে উত্থাপনযোগ্য বেশ কিছু জরুরি অগ্রাধিকারের বিষয়ে মতামত তুলে ধরেন। বিশেষ করে—

ক্ষতি ও ক্ষতিপূরণ (Loss & Damage) তহবিল কাঠামো শক্তিশালী করা,

অভিযোজন সক্ষমতা (Adaptation Readiness) বাড়ানো,

Manual1 Ad Code

জলবায়ু ন্যায়বিচার,

Manual6 Ad Code

ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর,

Manual5 Ad Code

এবং নারী ও যুবকদের কার্যকর অংশগ্রহণ—এসব বিষয়ে প্রস্তাবনা গুরুত্ব পায়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিশেষ করে সম্মানিত উপদেষ্টা, আলোচনায় অংশ নিয়ে সিভিল সোসাইটির সুপারিশগুলোকে মূল্যবান হিসেবে আখ্যায়িত করেন এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে সহযোগিতার আশ্বাস দেন।

মিশন গ্রিন বাংলাদেশসহ অন্যান্য সংগঠনগুলোর প্রতিনিধিদের মতে, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে প্রতিফলিত হওয়া এখন সময়ের দাবি। তারা বলেন, বেলেমে অনুষ্ঠিতব্য COP30 সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ জলবায়ু ঝুঁকিতে সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর কণ্ঠস্বর জোরালোভাবে প্রতিষ্ঠার এটাই উপযুক্ত সময়।

এই যৌথ উদ্যোগ বাংলাদেশে নাগরিক সমাজের মধ্যে একটি ইতিবাচক ঐকমত্যকে সামনে এনেছে, যা দেশের জলবায়ু ন্যায্যতা আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual7 Ad Code

পজিশন পেপারটি পড়তে বা ডাউনলোড করতে ভিজিট করুন:
https://www.actionaidbd.org/post/publications/people-led-policy

 

এ সংক্রান্ত আরও সংবাদ