নারী অধিকারের সুরক্ষায় শক্তিশালী নিবন্ধন আইন নিশ্চিত করতে প্রজ্ঞার ওয়েবিনার মঙ্গলবার

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

নারী অধিকারের সুরক্ষায় শক্তিশালী নিবন্ধন আইন নিশ্চিত করতে প্রজ্ঞার ওয়েবিনার মঙ্গলবার

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫ : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে “নারী অধিকার সুরক্ষায় শক্তিশালী নিবন্ধন আইন” শীর্ষক একটি ওয়েবিনার।

নারীর মৌলিক অধিকার, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের নিবন্ধন ব্যবস্থার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এ আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অভাবে বহুমাত্রিক ঝুঁকিতে নারীরা

বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন এখনও সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (CRVS) কাঠামোর দুর্বল অংশ হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, জন্ম নিবন্ধনের অভাবে মেয়েদের প্রকৃত বয়স প্রমাণ কঠিন হয়ে ওঠে, যার ফলে তারা বাল্যবিবাহের ঝুঁকিতে পড়ে। বাল্যবিবাহ নারীর শারীরিক, মানসিক ও প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়ায় এবং মাতৃমৃত্যুর হার বৃদ্ধি করে।

এছাড়া নিবন্ধনহীনতা মানবপাচার, ঝুঁকিপূর্ণ পেশায় প্রবেশ, শিক্ষা–স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাব্যবস্থা পাওয়ার ক্ষেত্রে নারীদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে। বাংলাদেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সম্পত্তিহীন নারীদের মধ্যে মৃত্যু নিবন্ধন হার অত্যন্ত কম, যা নারীর আইনগত সুরক্ষা ও সম্পত্তির অধিকার প্রয়োগে বড় বাধা হিসেবে কাজ করে।

এই বাস্তবতায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনকে শক্তিশালী করা এবং কার্যকর বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ওয়েবিনারে অংশ নেবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা

ওয়েবিনারে আলোচক হিসেবে থাকবেন—

রাশেদা কে. চৌধূরী, নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা;

মো. নজরুল ইসলাম, কান্ট্রি কো-অর্ডিনেটর, ভাইটাল স্ট্র্যাটেজিস;

ড. সামিনা লুৎফা, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়;

মুহাম্মাদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, জিএইচএআই;

নাদিরা কিরণ, কো-কনভেনর, অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স–আত্মা;

Manual3 Ad Code

রাবেয়া বেবী, স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক;

এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।

এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হবেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক, রাজনৈতিক সংগঠক, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক কমরেড সৈয়দ আমিরুজ্জামান, যিনি দীর্ঘদিন ধরে জনআন্দোলন ও সামাজিক পরিবর্তন আন্দোলনের সঙ্গে যুক্ত।

ওয়েবিনারে যোগদানের আহ্বান

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের জানান, নারীর অধিকার, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সঠিক ও শক্তিশালী নিবন্ধন ব্যবস্থা অপরিহার্য। তিনি বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধনের অভাব শুধু প্রশাসনিক সমস্যা নয়, এটি নারী নির্যাতন, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।”

সবাইকে ওয়েবিনারে সক্রিয় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে প্রজ্ঞার কো-অর্ডিনেটর মাশিয়াত আবেদিন বলেন, এই আলোচনার মাধ্যমে নীতি ও বাস্তবায়ন কাঠামো আরও শক্তিশালী করার পথ খুলে যাবে।

Manual5 Ad Code

আয়োজনে যোগ দিতে অংশগ্রহণকারীরা সকাল ১১টায় নিচের জুম লিংকে প্রবেশ করতে পারবেন—

Manual2 Ad Code

জুম লিংক:
https://us06web.zoom.us/j/83061438794?pwd=9PpZrZsKtntsmpLdx3BNCLeemXsZj6.1
মিটিং আইডি: 830 6143 8794
পাসওয়ার্ড: 457676

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ