সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর ২০২৫ : জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত পরিবার ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর, দায়িত্বশীল ও সৃজনশীল করে তুলতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মোবাইল সাংবাদিকতা বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার শিরোনাম ছিল “Mobile Journalism (MoJo) Training on Climate Action & Child Labour Elimination”।
রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) চট্টগ্রাম নগরীর পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে চট্টগ্রামের বিভিন্ন মিডিয়া হাউজে কর্মরত প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. মো. রমিজউদ্দীন চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন ও শিশুশ্রমের মতো জটিল সামাজিক সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল সাংবাদিকতা বর্তমান সময়ে দ্রুত, নির্ভুল ও মানবিক গল্প তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। এই দক্ষতা সাংবাদিকদের মাঠপর্যায়ে কাজকে আরও গতিশীল করবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান। তিনি বলেন,
“জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। বাস্তুচ্যুত পরিবার ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে জড়িয়ে পড়া শিশুদের কণ্ঠ গণমাধ্যমের মাধ্যমে নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে হবে। মোবাইল সাংবাদিকতা এই বাস্তবতা তুলে ধরার একটি সময়োপযোগী ও কার্যকর পদ্ধতি।”
কর্মশালাটি পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. জামিল খান এবং ইপসা এডভোকেসি ইউনিটের প্রধান মো. আলী শাহীন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে মোবাইল সাংবাদিকতার আধুনিক কৌশল শেখানো হয়।
কর্মশালায় স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করে ভিডিও রিপোর্টিং, ফটো জার্নালিজম, মোবাইল ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া উপযোগী কনটেন্ট তৈরি এবং ডিজিটাল স্টোরিটেলিং বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষভাবে জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও শিশুশ্রম নিরসন বিষয়ক মানবিক গল্প কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত ও প্রভাবশালীভাবে তুলে ধরা যায়—সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষকরা জানান, বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোনই সাংবাদিকের সবচেয়ে সহজলভ্য ও শক্তিশালী হাতিয়ার। সঠিক পরিকল্পনা, নৈতিকতা ও গল্প বলার দক্ষতা থাকলে মোবাইল সাংবাদিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখা সম্ভব।
অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি সামাজিক ইস্যু নিয়ে আরও দায়িত্বশীল ও সৃজনশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও শিশুশ্রম নিরসনে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার হবে এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে সাংবাদিকরা আরও দক্ষ হয়ে উঠবেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি