যাচাই-বাছাই ছাড়া নিউজ ফটো কার্ড শেয়ার না করার আহ্বান মৌলভীবাজার জেলা পুলিশের

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

যাচাই-বাছাই ছাড়া নিউজ ফটো কার্ড শেয়ার না করার আহ্বান মৌলভীবাজার জেলা পুলিশের

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৮ ডিসেম্বর ২০২৫ : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যাচাই-বাছাই ছাড়া নিউজ ফটো কার্ড শেয়ার না করার জন্য সাধারণ জনগণের প্রতি সতর্কবার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।

Manual1 Ad Code

সম্প্রতি জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাচাই না করে নিউজ ফটো কার্ড বা সংবাদ শেয়ার করার মাধ্যমে গুজব ছড়ায়, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। এ ধরনের কর্মকাণ্ড সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
জেলা পুলিশ আরও জানায়, যেকোনো সংবাদ বা ফটো কার্ড শেয়ার করার আগে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও ভুয়া ফেসবুক পেইজ থেকে প্রচারিত তথ্য এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে সন্দেহজনক পোস্ট শেয়ার না করে দায়িত্বশীল আচরণ করার ওপর জোর দিয়ে বলা হয়, সচেতন নাগরিকরাই পারে গুজব ও ভুয়া তথ্যের বিস্তার রোধ করতে।

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা পুলিশ জানায়, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে এ ধরনের সতর্কতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ