সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, মে ৩, ২০২১
জেনেভা (সুইজারল্যান্ড), ০৩ মে ২০২১ : বিশ্বব্যাপী দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৮ লাখ ৭০ হাজারের বেশি, আর মোট আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৯ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার প্রকাশিত পরিসংখ্যানে বলেছে, করোনায় দৈনিক ১৪ হাজারের বেশী লোকের মুত্যু হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।
শনিবার হু জানায়, করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৯ লাখ ৮৯ হাজার ৪১৯ জন এবং মোট মৃত্যু ৩১ লাখ ৭৩ হাজার ৫৭৬ জন। দৈনিক আক্রান্ত ৮ লাখ ৭০ হাজার ৪০৫ জন এবং দৈনিক মৃত্যু ১৪ হাজার ৬৬১ জনের।
শনিবারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার ৪৮ শতাংশ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের, এখানে ভারতে একদিনে ৪ লাখ ১৯ হাজার৪৫৬ জন আক্রান্ত হয়েছে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় ২ লাখ ১৯ হাজার ৮০৫ জন এবং ইউরোপে ১ লাখ ৫৫ হাজার ৭৯১ জন আক্রান্ত হয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি