ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান সমূহ পরিদর্শনে টুরিস্ট বাস চালু

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ৪, ২০২২

ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান সমূহ পরিদর্শনে টুরিস্ট বাস চালু

নওগাঁ, ০৪ মে ২০২২ : নওগাঁ জেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান সমূহ পরিদর্শনের লক্ষ্যে টুরিস্ট বাস চালু হয়েছে।
বুধবার (৪ মে ২০২২) সকাল ৯ টায় শহরের মুক্তির মোড়ে এই যাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
তিনি প্রথম দিনের যাত্রীদের রজনীগন্ধার গুচ্ছ দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এএমএ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ৩৮ আসনের ভ্রমণ বিলাস নামের বাসটি পূর্ণাঙ্গ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। বাসটি ধামইরহাট উপজেলায় জাতীয় উদ্যান আলতাদিঘী ও জগদ্দল বিহার, বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার ও হলুদ বিহার হয়ে নওগাঁ ফিরে আসবে।
ভ্রমণকারী যাত্রীদের সুযোগ সুবিধার অংশ হিসেবে দুপুরের খাবার ছাড়াও দু’বার চা নাস্তা সরবরাহ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।