শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ১২, ২০২২

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ মে ২০২২ : শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

বৃহস্পতিবার (১২ মে ২০২২) বিকাল ৩টায় শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের সভা কক্ষে অায়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহসভাপতি কাওছার ইকবাল, বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দিপংকর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ অন্যান্য সংবাদকর্মীরা।
এছাড়াও বক্তব্য দেন সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
মতবিনিময় সভায় সংবাদকর্মীরা মাগুরছড়া ব্লো-অাউটের ২৫ বছর পূর্তি ও এর ক্ষতিপূরণ অাদায় সংক্রান্ত বিষয়ে ভূমিকা ও করণীয় নির্ধারণ, পর্যটন খাত এলাকা ও জেলা ঘোষণা, পর্যটন কেন্দ্রীক উদ্যোক্তা খাতের গুরুত্বারোপ, পর্যটন তথ্য কেন্দ্র চালু, গণগ্রন্থাগার অতি দ্রুত চালু, গোপলা নদী নালা ও খাল বিল সংস্কার, হাওর মহাপরিকল্পনা বাস্তবায়ন, শহরের ফুটপাত সহ ট্রাফিক সিস্টেম নজরদারী, ময়লার ভাগাড় ব্যবস্থাপনায় রিসাইক্লিং প্রকল্প, শ্রীমঙ্গল শহরের বেহাল অবস্থা, পর্যটন খাত, আইন শৃংখলা, যানজট, বিগত দিনের উন্নয়নের ধারাবাহিকতা এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণসহ উপজেলার উন্নয়নে বিভিন্ন বিষয় সমূহ তুলে ধরেন।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন তার বক্তব্যে বলেন, সদ্য বিদায়ী নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম স্যারের ধারাবাহিক কাজ অভ্যাহতসহ সংবাদকর্মীদের বিভিন্ন গুরুত্বপুর্ণ পরামর্শ তিনি গুরুত্ব দিবেন।
তিনি সকলের সহযোগিতা নিয়ে তার দায়িত্ব পালন করতে চান এবং তিনি বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।