ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে  বৈশাখী উৎসব অনুষ্ঠিত

Manual3 Ad Code

মোহা. আব্দুল মালেক হিমু- প্যারিস ফ্রান্স থেকেঃ ছুটির দিন রোববার , আকাশে জমে থাকা ধূসর কালো মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি তারপরও থেমে নেই ফ্রান্সের উৎসব প্রিয় প্রবাসী বাঙলাদেশীরা । দুপুর হতেই আসতে শুরু করেছেন প্যারিসের জুরেস পার্কে । ভেদাভেদ ভুলে উৎসবে রঙে শামিল হয়েছেন বাঙ্গালীর প্রানের উৎসব বৈশাখী উৎসবে । পান্তা-ইলিশ, শোভাযাত্রা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ঢাক-ঢোল, নাচ-গান, ব্যানার, ফেস্টুন রং আর উল্লাসের সব আয়োজনই ছিল উৎসবে । “নববর্ষ ১৪২৪ বাংলা” উপলক্ষে স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের উদ্দোগে দুই পর্বের অনুষ্ঠানের প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন । এছাড়াও অনুষ্ঠানে এসে নতুন বছরের শুভেচ্ছা জানান, বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি মোহাম্মদ হজরত আলী খান । অনুষ্টানের পৃষ্ঠপোষক ও অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবার) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, তুলুজ বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্রাচার্য শুভ, ইয়থ ক্লাবের সভাপতি শরীফ আল মোমিন, সাধারণ সম্পাদক টি.এম রেজা, চিত্র শিল্পি শাহাদত হোসেন, স্থপতিবিদ আবু হোসেন জামাল, চট্টোগ্রাম সমিতির সহ সভাপতি তাপস বড়ুয়া রিপন, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের আহবায়ক ফয়ছল আহমদ দ্বীপ, সদস্য সচিব মাম হিমু, অধ্যাপক অপু আলম, দেবেশ বড়ুয়া, দেলওয়ার হোসেন সেলিম, সাংস্কৃতি কর্মী হাসনাথ পলাশ সহ ফ্রান্সে সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা ।

প্রথম পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সাংস্কৃতিক পর্ব যৌথ উপস্থাপনা করেন মুহিত আহমদ এবং নাজনীন তানিয়া । সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, দেশীয় সঙ্গীত ও নৃ্ত্য পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত চ্যানেল আই সেরা কন্ঠের মামুন, ক্লোজআপ ওয়ান প্রতিযোগী শেফালী সারগাম, মল্লিকা ও প্যারিসের জনপ্রিয় শিল্পীরা।

Manual3 Ad Code

স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রাান্সের আয়োজনে প্রতি বছরের ন্যাায় এবার ৩০ এপ্রিল ২০১৭ রবিবার বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয় । প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি বিপুল সংখ্যক ভিনদেশী নাগরিকরা পুরো অনুষ্ঠানমালা উপভোগ করেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code