নির্বাচনী জোটের প্রতীকের জন্য তিনদিনের মধ্যে আবেদন করতে হবে

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

নির্বাচনী জোটের প্রতীকের জন্য তিনদিনের মধ্যে আবেদন করতে হবে

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ নভেম্বর ২০২৩ : একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, তাদের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলসমূহের প্রার্থীদের বরাদ্দ পেতে তিনদিনের মধ্যে আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual6 Ad Code

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর বিধান অনুসারে – নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলসমূহের প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এরূপ প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দাখিলের বিধান রয়েছে।’

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৫ নভেম্বর তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী নির্বাচনী জোটের প্রতীকের জন্য তিনদিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ