সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
বিশেষ প্রতিবেদক | মন্ট্রিয়ল (কানাডা), ১৩ ফেব্রুয়ারি ২০২৪ : জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের সম্পর্ক জোরদার করার নিমিত্তে সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যাসহ বিশ্বজ্ঞানের শ্রেষ্ঠ বইগুলো নিরন্তরভাবে সহজলভ্য করার উদ্দেশ্যে কানাডা বাংলাদেশ সলিডারিটি‘র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম কানাডা একুশে বইমেলা।
আসছে ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (রবিবার) কানাডায় আয়োজিত দিনভর এই মেলায় বই স্টলে থাকবেন বাংলাদেশ সহ মন্ট্রিয়ল, অটোয়া ও নিউ ইয়র্ক এর লেখক, প্রকাশকরা।
সেমিনার পর্বে মুল প্রাবন্ধিক মহসিন বখত, অটোয়া।
সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে আছেন একুশে পদক প্রাপ্ত জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী কাদেরী কিবরিয়া এবং মন্ট্রিয়ল, টরন্টো, অটোয়া’র কণ্ঠ, বাচিক ও নৃত্য শিল্পীরা। সাংস্কৃতিক পর্ব শুরু হবে উদীচী মন্ট্রিয়ল এর পরিবেশনায়।
এবারের বই মেলা স্মরণ করছে কবি আসাদ চৌধুরী কে। আপনি, আপনারা সবাই আমন্ত্রিত। দেখা হবে ১৮ তারিখ
Lucien-Page High School
8200 St. Laurent Bivd, Montreal, Quebec,
H2P 2L8.
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D