মৌলভীবাজারে যুব কল্যাণ তহবিল থেকে ১৪ সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

মৌলভীবাজারে যুব কল্যাণ তহবিল থেকে ১৪ সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২১ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজারে ২০২৪–২০২৫ অর্থবছরের যুব কল্যাণ তহবিল থেকে নির্বাচিত ১৪টি যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। যুব সমাজের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এই অনুদান প্রদান করা হয়।

Manual1 Ad Code

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদকের হাতে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। তিনি বলেন, “দেশের উন্নয়নে যুব সমাজই সবচেয়ে বড় সম্পদ। আমরা তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। সরকারের এই ক্ষুদ্র সহযোগিতা তাদের উদ্যোগকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। যুবকদের বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

Manual5 Ad Code

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাদ নুর। তিনি বলেন, “প্রতিটি সংগঠন যেন এই অনুদান প্রকৃত উন্নয়নমূলক কাজে ব্যয় করে—সেই আহ্বান জানাই। যুব সমাজকে আরও সংগঠিত হয়ে আত্মনির্ভরশীল প্রকল্প হাতে নিতে হবে। ভবিষ্যতে আরও বড় সুযোগ সৃষ্টির জন্য আপনারা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করুন।”

অনুষ্ঠানে উপস্থিত যুব সংগঠনগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ মনিপুরী যুব কল্যাণ সংস্থার সভাপতি শিবানন্দ সিনহা, পৈতুরা যুব মহিলা উন্নয়ন সমিতির সভাপতি রোকসানা তাসকিন, হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি হোসাইন আহম্মদ, এবং জনবন্ধু যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক দেশ বুলেটিন প্রতিনিধি কমরেড দেওয়ান মাসুকুর রহমান।

বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকার যে আস্থা ও সহযোগিতা দেখিয়েছে, তা গ্রামীণ ও প্রান্তিক যুব সমাজের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Manual5 Ad Code

অনুদানপ্রাপ্ত সংগঠনগুলো মৎস্য চাষ, গবাদি পশু পালন, নার্সারি, হস্তশিল্প, সমাজকল্যাণ ও সাহিত্যচর্চাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করবে বলে জানা গেছে।

অনুদানপ্রাপ্ত যুব সংগঠনগুলোর তালিকা

Manual1 Ad Code

১. পৈতুরা যুব মহিলা উন্নয়ন সমিতি
২. ক্ষেমসহস্র যুব মহিলা উন্নয়ন সমিতি
৩. গ্রামীণ সমাজ উন্নয়ন যুব সংস্থা
৪. প্রতিভা মানবকল্যাণ যুব সংস্থা
৫. পল্লী সমাজ কল্যাণ সংস্থা
৬. আব্দা বহুমুখী যুব সংঘ
৭. আব্দা বহুমুখী মহিলা সংস্থা
৮. সৃষ্টি সমাজকল্যাণ সংস্থা
৯. জনবন্ধু যুব সমাজ কল্যাণ সংস্থা
১০. বাংলাদেশ মনিপুরী যুব সমাজকল্যাণ সংস্থা
১১. জাংলীয়া ইয়াংস্টার যুব সমাজকল্যাণ সংস্থা
১২. দেশ বাংলা সোস্যাল ডেভেলপমেন্ট যুব ফাউন্ডেশন
১৩. হাকালুকি যুব সাহিত্য পরিষদ
১৪. তারা পাশা যুব সমাজকল্যাণ সংস্থা (টিসস)।

অনুষ্ঠানটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual2 Ad Code