সিলেট ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ অক্টোবর ২০২৫ : অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে যাত্রা শুরু করেছিল অনলাইন সংবাদমাধ্যম ‘আরপি নিউজ’। পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের অবিচল সহযোগিতায় সময়ের পরিক্রমায় ১৩ বছর অতিক্রম করে আগামী ২৫ অক্টোবর ২০২৫-এ পত্রিকাটি পা রাখছে এর ১৪তম বর্ষে।
এই উপলক্ষে আগামী শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ আলোচনা সভা, যার শিরোনাম ‘জনপ্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’।
লেনিনের দর্শনে অনুপ্রাণিত আয়োজন
এ বছরের বর্ষপূর্তির প্রতিপাদ্য হিসেবে নেওয়া হয়েছে মহান দার্শনিক ও রুশ বিপ্লবের নেতা কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিনের ঐতিহাসিক উক্তি—
“এলাকায় এলাকায় মজবুত রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হবে। যদি রাজনৈতিক সংগঠনকে শিক্ষিত করার ব্যবস্থা না থাকে, তাহলে এটা একটা কথার কথা থেকে যাবে। সংবাদপত্র ছাড়া এ শিক্ষার ব্যবস্থা কে করবে?”
এই দর্শনকে সামনে রেখে সংবাদপত্র ও গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা, গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে সাংবাদিকতার ভূমিকা এবং জনগণের রাজনৈতিক চেতনা জাগ্রত করার গুরুত্ব নিয়ে আলোচনা হবে অনুষ্ঠানে।
বিশেষ প্রকাশনা ও গবেষণামূলক উদ্যোগ
আরপি নিউজ জানায়, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা ও গবেষণাধর্মী বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে ডিসেম্বর মাসে (বিজয়ের মাস) প্রকাশ করা হবে বর্ষপূর্তির বিশেষ প্রিন্ট সংস্করণ।
এই বিশেষ সংখ্যার জন্য দেশ-বিদেশের গবেষক, লেখক ও পাঠকদের কাছ থেকে পরামর্শ, লেখা ও বিজ্ঞাপন সহযোগিতা আহ্বান করা হয়েছে।
একই সঙ্গে অনুষ্ঠানের ভার্চুয়াল সম্প্রচার ও অনলাইন আয়োজনেরও ব্যাপক প্রস্তুতি চলছে, যাতে দেশ ও প্রবাসের পাঠকেরা সরাসরি যুক্ত হতে পারেন।
সম্পাদকের বক্তব্য
অনুষ্ঠানের সব কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট এবং সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
তিনি বলেন—
“আরপি নিউজ প্রতিষ্ঠালগ্ন থেকেই সমতা, অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, গণমাধ্যম কেবল তথ্য পরিবেশন করে না, বরং মানুষের চেতনা ও চিন্তাশক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আদর্শ নিয়েই আমরা ১৪তম বর্ষে পদার্পণ করছি।”
অংশগ্রহণের আহ্বান
আরপি নিউজের পক্ষ থেকে বর্ষপূর্তি উৎসবের সকল আয়োজনে পাঠক, সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।
উৎসবের মূল স্লোগান:
“সমতার চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—আরপি নিউজের ১৪ বছরে পদার্পণ।”
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি