মৌলভীবাজারের ৬ উপজেলায় প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ‘সাপ্তাহিক চায়ের জনপদ’

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫

মৌলভীবাজারের ৬ উপজেলায় প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ‘সাপ্তাহিক চায়ের জনপদ’

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজার জেলার ছয়টি উপজেলায় প্রতিনিধি নিয়োগ দিচ্ছে জনপ্রিয় আঞ্চলিক সংবাদমাধ্যম ‘সাপ্তাহিক চায়ের জনপদ’। স্থানীয় সাংবাদিকতা শক্তিশালী করা ও চা-ভিত্তিক জনপদের সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মৌলভীবাজার সদর, জুড়ী, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় দক্ষ ও উদ্যমী প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ইমেইল ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।

যোগ্যতা ও শর্তাবলি

প্রতিনিধি পদের জন্য প্রার্থীদের সাংবাদিকতা বা গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ভাষায় সাবলীলতা, যে কোনো সময় ও পরিস্থিতিতে কাজের মানসিকতা, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ পরিচালনার সক্ষমতা থাকতে হবে।

Manual5 Ad Code

তাছাড়া, শুদ্ধ উচ্চারণ, ক্যামেরা–ফ্রেন্ডলি স্মার্ট বাচনভঙ্গী, স্ক্রিপ্ট রাইটিং ও স্টোরিটেলিংয়ের দক্ষতা এবং মোবাইল জার্নালিজম (মোজো) সম্পর্কে ধারণা থাকা প্রার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে।
ক্যামেরা বা স্মার্টফোনের ক্যামেরা পরিচালনায় দক্ষতাও আবশ্যক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের নিয়ম

Manual6 Ad Code

আগ্রহী প্রার্থীদের নিজস্ব সিভি পাঠাতে হবে ই-মেইলে
????
chayerjanapad@gmail.com

Manual8 Ad Code

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে নিম্নোক্ত নম্বরে:
???? ০১৭৫৫২৬২০৫৭ (হোয়াটসঅ্যাপ)
???? ০১৬৪৮৭৫৫১১১

এ ছাড়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে “/chayerjanapad7”, “/chayerjanapaddigital” নামেও যোগাযোগ করা যাবে।

ওয়েবসাইট:
???? www.chayerjanapad.com

স্থানীয় সংবাদে নতুন দিগন্ত

‘চায়ের জনপদ’ দীর্ঘদিন ধরে মৌলভীবাজার ও আশেপাশের চা-শ্রমিক সম্প্রদায়, সংস্কৃতি, ও উন্নয়নভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে অঞ্চলের সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছে। এবার উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে স্থানীয় মানুষের কথা আরও নিবিড়ভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code