জাতিসংঘে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ: ইয়াং প্রফেশনালস প্রোগ্রাম কর্মশালা ৩০ অক্টোবর

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

জাতিসংঘে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ: ইয়াং প্রফেশনালস প্রোগ্রাম কর্মশালা ৩০ অক্টোবর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ অক্টোবর ২০২৫ : আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে জাতিসংঘ (UN)।

আগামী ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা (নিউইয়র্ক সময় সকাল ৮টা) থেকে অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “Young Professionals Programme (YPP) Workshop 2025”। কর্মশালাটি অনুষ্ঠিত হবে Microsoft Teams প্ল্যাটফর্মে।

Manual1 Ad Code

জাতিসংঘের এই বিশেষ কর্মশালায় অংশগ্রহণ করতে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন নিম্নলিখিত লিংকের মাধ্যমে:
???? Registration Link: https://bit.ly/RegistrationOct30

Manual2 Ad Code

কী শেখানো হবে কর্মশালায়

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা জাতিসংঘের YPP পরীক্ষার কাঠামো, যোগ্যতার মানদণ্ড, এবং আবেদন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। পাশাপাশি সফল প্রাক্তন প্রার্থীদের অভিজ্ঞতা ও যাত্রাপথ থেকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগও থাকবে।

ওয়ার্কশপে আলোচিত হবে—
✔️ YPP পরীক্ষার বিষয়বস্তু ও প্রক্রিয়া
✔️ আবেদন ও মূল্যায়নে সফলতার কৌশল
✔️ পূর্ববর্তী সফল প্রার্থীদের অভিজ্ঞতা
✔️ জাতিসংঘে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি নেটওয়ার্কিংয়ের সুযোগ

YPP কী এবং কেন গুরুত্বপূর্ণ

জাতিসংঘের Young Professionals Programme (YPP) হলো একটি উচ্চ প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া, যা সারা বিশ্বের যোগ্য তরুণদের জন্য জাতিসংঘের বিভিন্ন বিভাগে পেশাগতভাবে যুক্ত হওয়ার পথ উন্মুক্ত করে। ৩২ বছরের নিচে বয়সী বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী প্রার্থীরা নির্দিষ্ট সদস্য রাষ্ট্রের নাগরিক হিসেবে এতে অংশ নিতে পারেন।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণরা প্রতি বছর এই প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক নীতিনির্ধারণ, উন্নয়ন, মানবাধিকার, ও প্রশাসনিক ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।

বিশেষজ্ঞদের মতে

Manual6 Ad Code

ক্যারিয়ার কাউন্সেলর ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকরা বলছেন, “জাতিসংঘের মতো প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার প্রস্তুতির জন্য এমন কর্মশালাগুলো তরুণদের কাছে এক অনন্য সুযোগ। এটি শুধু তথ্যপ্রাপ্তির নয়, আত্মবিশ্বাস গড়ে তোলারও এক কার্যকর মাধ্যম।”

অংশগ্রহণের আহ্বান

আয়োজকরা জানিয়েছেন, আগ্রহীরা যত দ্রুত সম্ভব অনলাইন ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারেন। কর্মশালায় অংশ নেওয়া সম্পূর্ণ বিনামূল্যে।

যারা আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে চান, বিশেষত জাতিসংঘের সঙ্গে কাজের স্বপ্ন দেখেন—তাদের জন্য এই কর্মশালা হতে পারে দিকনির্দেশনামূলক এক পদক্ষেপ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual8 Ad Code