সিলেট ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ নভেম্বর ২০২৫ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এস এ পরিবহনের স্থানীয় শাখা থেকে অবৈধভাবে আমদানি করা ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ১১ লাখ টাকার পণ্য জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় কসমেটিকস, মশলা, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, খাদ্যপণ্যসহ নানা ভোগ্যপণ্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পণ্যগুলো কোনো বৈধ আমদানি নথি ছাড়াই এস এ পরিবহনের শ্রীমঙ্গল শাখায় পাঠানো হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, এসব পণ্য ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
থানা সূত্রে জানা গেছে, উদ্ধার করা পণ্যের বাজারমূল্য আনুমানিক ১১ লাখ টাকা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি