সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ নভেম্বর ২০২৫ : ব্যবসা ও আর্থিক খাতের গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞানবিনিময়ের ওপর ভিত্তি করে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স ২০২৫ (ICBF 2025)–এর নিবন্ধ জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
বিশ্বব্যাপী গবেষক, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের উল্লেখযোগ্য সাড়া পাওয়ায় এবং অংশগ্রহণকারীদের আরও পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যে সম্মেলনের আয়োজক কমিটি নতুন করে সময়সীমা নির্ধারণ করেছে ২৫ নভেম্বর ২০২৫।
আয়োজক কমিটি জানিয়েছে, অতিরিক্ত সময় পাওয়ায় গবেষকেরা তাদের প্রবন্ধ আরও পরিমার্জন, সম্পাদনা ও প্রস্তুত করার সুযোগ পাবেন। সম্মেলনের জন্য গৃহীত সব প্রবন্ধ সম্মেলন কার্যবিবরণীতে প্রকাশ করা হবে, পাশাপাশি নির্বাচিত প্রবন্ধসমূহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল বা বিশেষ সংখ্যায় প্রকাশের সুযোগও পাবে।
ব্যবসা, আর্থিক বাজার, টেকসই উন্নয়ন, কর্পোরেট গভর্ন্যান্স, উদ্যোক্তা উন্নয়নসহ সমসাময়িক বিভিন্ন গবেষণাধর্মী বিষয়ের ওপর এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজনটি দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক এবং শিল্প খাতের প্রতিনিধিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে এবং হালনাগাদ তথ্য পেতে আয়োজকের ওয়েবসাইট https://icbf2025.sciencesconf.org/ ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অংশগ্রহণকারীরা সংযুক্ত ‘কল ফর পেপারস’-এও প্রয়োজনীয় তথ্য পাবেন।
আয়োজক কমিটি দেশ-বিদেশের গবেষক ও বিশেষজ্ঞদের এই আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ জমা দিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি