সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
বিশেষ প্রতিনিধি | খুলনা, ২৮ ডিসেম্বর ২০২৫ : খুলনা থেকে প্রকাশিত শিল্প ও সাহিত্যের কাগজ ‘পাক্ষিক ভোরের আলো’ আগামী জানুয়ারি ২০২৬ সাল থেকে নতুন নামে প্রকাশিত হতে যাচ্ছে। নতুন নাম হবে ‘শিল্পশৈলী’।
ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশক তামিম হাসান এক বিশেষ বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পাঠক, লেখক, কবি, শিল্পী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সমর্থনই ‘পাক্ষিক ভোরের আলো’-এর মূল শক্তি। সেই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়েই আরও শিল্পসমৃদ্ধ, নান্দনিক ও সৃজনশীল উপস্থাপনার লক্ষ্যে ম্যাগাজিনটি নতুন নামে যাত্রা শুরু করতে যাচ্ছে।
তামিম হাসান আরও জানান, ‘শিল্পশৈলী’ নামের মাধ্যমে সাহিত্য, শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার আরও গভীরে প্রবেশ করার প্রত্যয় রয়েছে। আগামীর প্রতিটি সংখ্যায় নতুন ভাবনা, বৈচিত্র্যময় লেখা ও সমৃদ্ধ শিল্পচর্চার প্রতিফলন ঘটানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ‘পাক্ষিক ভোরের আলো’ শিল্প ও সাহিত্যের একটি নিয়মিত পাক্ষিক প্রকাশনা হিসেবে ইতোমধ্যে পাঠকমহলে পরিচিতি অর্জন করেছে। নাম পরিবর্তন হলেও ম্যাগাজিনটির মূল লক্ষ্য ও আদর্শ অটুট থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নতুন যাত্রায় সকলের অব্যাহত সহযোগিতা ও ভালোবাসা কামনা করেছেন সম্পাদক ও প্রকাশক।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি