ড. নজিবুল্লাহর মতো একই পরিণতি কী অপেক্ষা করছে আমাদের জন্য?

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

ড. নজিবুল্লাহর মতো একই পরিণতি কী অপেক্ষা করছে আমাদের জন্য?

Manual6 Ad Code

ম. ন. আবছার || ০৯ ফেব্রুয়ারি ২০২১ : ক্ষমতা টিকিয়ে রাখতে তালিবানদের প্রতি ডঃ নাজিবুল্লাহ নমনীয় মনোভাব দেখিয়েছিলেন! ভেবেছিল তাতে তিনি দীর্ঘদিন আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন! কিন্তু তিনি ভাবতেও পারেননি তালিবান হলো বিষাক্ত সাপ। এরা যে সুযোগমতো ছোবল বসাবে সেটা তিনি বুঝতেই পারেননি। ফলশ্রুতিতে তাকে তালিবানরা কুকুরের মত কাবুলের রাস্তায় ঝুলিয়ে দিয়েছিল। একটা আধুনিক রাষ্ট্র মোল্লাতন্ত্রের কাছে মাথা নত করলে তার পরিণাম কি হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ আজকের আফগানিস্তান।ড: নজিবুল্লাহ আফগানিস্তানের প্রেসিডেন্ট থাকাকালীন জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলেন তালিবানদের বিশ্বাস করে।

তালিবানরা আফগানিস্তান দখল করে রাজধানী কাবুল আসার পরও তিনি দেশত্যাগ করেননি। তিনি ভাবতেও পারেনি তালিবানরা তাকে হত্যা করতে পারে! কমান্ডার মাসুদ অবশ্য তাকে বারবার আফগানিস্তান ত্যাগ করতে বলেছিলেন! শেষ অবধি তালিবানরা যখন শহরে প্রবেশ করতে শুরু করে তখন তিনি জাতিসংঘ কাবুল অফিসে গিয়ে আশ্রয় নেন এবং ভারত সরকারের কাছে নিরাপদ আশ্রয় চান! কিন্তু ভারত সরকার তা নাকচ করে দেন!! এরপরও নাজিবুল্লাহর বিশ্বাস ছিল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তালিবানরা জাতিসংঘ অফিসে প্রবেশ করবে না। কারন এটা জেনেভা চুক্তির পরিপন্থী!

Manual7 Ad Code

আফগানিস্তানের নাজিবুল্লাহকে যখন রাস্তায় কুকুরের মতো ঝুলিয়ে দিচ্ছিল তখন কেউ টু শব্দ করার সাহসও পায়নি। কাবুলের ঘটনা থেকে অামাদের সতর্ক হওয়ার, শিক্ষা নেওয়ার ইচ্ছেটা আমাদের ভেতর এখনো জাগ্রত হয়নি। অথচ আমরা কিন্তু বর্তমানে সেই কঠিন সময়টা পার করছি। নাজিবুল্লাহ যে ভুল করে গেছেন আমরাও সেই একই ভুল করে যাচ্ছি। বর্তমান আওয়ামীলীগ সেই ভুলের মাশুল যে বড় আকারে দিবে তাতে কোন সন্দেহ নাই। ক্ষমতা ধরে রাখতে গিয়ে বর্তমান আওয়ামীলীগও নাজিবুল্লাহর মতো মৌলবাদীদের কাছে মাথা নত করে বসে আছে। আমরা এখন সেই আফগানিস্তানের পথেই হাটছি। অথচ একসময় কাবুল ছিল আধুনিক সভ্যতার নিদর্শন। যেদিন থেকে তালিবানদের হাতে ক্ষমতা গেছে সেদিন থেকে আফগানিস্তান একটি অকার্যকর ও অচল রাষ্ট্রে পরিণত হয়েছে। নজিবুল্লাহর মতো একই পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য, বাংলাদেশের জন্য।

Manual7 Ad Code

তথ্যসূত্রঃ
– স্পর্ধা

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual7 Ad Code