দেশে এ পর্যন্ত প্রায় ২৬ লক্ষাধিক মানুষ করোনা টিকা নিয়েছেন

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১

দেশে এ পর্যন্ত প্রায় ২৬ লক্ষাধিক মানুষ করোনা টিকা নিয়েছেন

Manual7 Ad Code

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২১: দেশে এ পর্যন্ত প্রায় ২৬ লক্ষাধিক মানুষ করোনা টিকা গ্রহণ নিয়েছেন। এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন।

Manual1 Ad Code

এদের মধ্যে ১৭ লাখ ৪৬ হাজার ১৩২ জন পুরুষ এবং ৯ হাজার ২৬ হাজার ৯০৬ জন নারী রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৮১ হাজার ৯৮৫ জন করোনা টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৯৯ জন এবং নারী ৬৯ হাজার ৮৮৬ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭ লাখ ৮১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ৬৩ হাজার ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ১৯ হাজার ৩৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৯৭ হাজার ২২৭ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৯৯ হাজার ৭৬২ জন, রংপুর বিভাগে ২ লাখ ৪৬ হাজার ৭৬২ জন, খুলনা বিভাগে ৩ লাখ ২২ হাজার ২৯১ জন, বরিশাল বিভাগে ১ লাখ ২৯ হাজার ৫ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৭৬ হাজার ৮৪৮ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ