সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২১: পিলখানা ট্র্যাজেডির ১২ বছর পূর্তি আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। এ ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।
টানা একদিন এক রাত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবিলার পর ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহ নিয়ন্ত্রণে আসে। আলামত মুছে ফেলতে বিদ্রোহীরা লাশ পুড়িয়ে ফেলে, দেয়া হয় গণকবর। এ ঘটনায় তিনটি মামলা হয়। হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতিরা পিলখানা হত্যা মামলায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
ওই ঘটনার পর সীমান্তরক্ষী বাহিনীটিকে পুনর্গঠন করা হয়। বাহিনীর নাম, পোশাক, পতাকা, মনোগ্রামসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসে।
এদিকে, ঘটনার এতো বছর পরও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেননি নিহতদের স্বজনরা। ভবিষ্যতে সরকারি কোনো বাহিনীতে এ ধরনের নারকীয় ঘটনার পুনরাবৃত্তি চান না তারা।
পিলখানা ট্র্যাজেডির ১২ বছর পূর্তিতে এ বিদ্রোহে নিহত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D