ফ্রান্সের প্যারিসে সংবর্ধনা পেলেন আবুল মনসুর চৌধুরী

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

ফ্রান্সের প্যারিসে সংবর্ধনা পেলেন আবুল মনসুর চৌধুরী

যুক্তরাজ্যের লন্ডন বাংলাদেশী এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি, সিলেট মদন মোহন কলেজ বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আবুল মনসুর চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে প্যারিসে বসবাসরত কানাইঘাট উপজেলার প্রবাসীরা।
বুধবার (৭ অক্টোবর ২০১৫) বিকেল ৫ টায় ফ্রান্সের প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা এনাম আহমদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সুয়েব আহমদ, মহি উদ্দিন সুহেল, আহমেদ মুরাদ চৌধুরী শামীম, আজমল চৌধুরী, আফজল চৌধুরী ও জাবেদ আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আবুল মনসুর চৌধুরী বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানবতার সেবায় প্রবাসীদের ভুমিকা অপরিসীম। দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর উন্নয়ন ও সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।
এছাড়া, তিনি ইউরোপ প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশের সুনাম ধরে রাখার আহবান জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ