বাজেটের ন্যূনতম ১৫ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবী কৃষক সমিতির

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

বাজেটের ন্যূনতম ১৫ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবী কৃষক সমিতির

Manual7 Ad Code

ঢাকা, ১৮ জুন ২০২০ : জাতীয় বাজেটের ন্যূনতম ১৫ শতাংশ কৃষি খাতে বরাদ্দ ও ন্যূনতম ২০ শতাংশ ধান কৃষকের কাছ থেকে ক্রয়ের দাবি জানিয়েছে কৃষক সমিতি।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

Manual1 Ad Code

কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত চৌধুরী কমল, আবিদ হাসান প্রমুখ।

Manual5 Ad Code

কর্মসূচিতে কৃষক সমিতির নেতারা বলেন, দেশ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। সারা পৃথিবী করোনা মহামারির প্রকোপে প্রকম্পিত, বাংলাদেশও তার বাইরে নেই। এই মহাদুর্যোগে বাংলাদেশের অন্যতম ভরসার জায়গা এ দেশের কৃষক। কিন্তু দেশের সরকার মুখে কৃষকের কথা বললেও এই কৃষককে রক্ষার কোনো লক্ষণ সরকারি নীতিতে পরিলক্ষিত হয় না। ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। কিন্তু কৃষি খাতে বরাদ্দ দিয়েছে মাত্র ২৯ হাজার কোটি টাকা।

বাজেটে কৃষক ও কৃষির যোগ্য হিস্যা দাবি করে কৃষক সমিতির নেতারা বাজেটের ন্যূনতম ১৫ শতাংশ বরাদ্দের জন্য সরকারের কাছে দাবি জানান। একইসঙ্গে উৎপাদিত ধানের ন্যূনতম ২০ শতাংশ ধান যেন কৃষকের কাছ থেকে কেনা হয় সে দাবিও জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ