শূন্য বুকের অমসৃণতায় যখন শুরু করেছিলাম চাষাবাদ কষ্টের

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

শূন্য বুকের অমসৃণতায় যখন শুরু করেছিলাম চাষাবাদ কষ্টের

Manual6 Ad Code

মুনীর এম, ২১ জুন ২০২০ : হে আগন্তুক,

শূন্য বুকের অমসৃণতায় যখন শুরু করেছিলাম চাষাবাদ কষ্টের, যখন প্রিয় রং নিলাম বেছে নীল, একাকীত্বের সাথে করেছিলাম বাসর, নিঃসঙ্গতার মাঝে নিজেকে দিলাম বিলিয়ে, ঠিক সেই মুহূর্তের এক দিনের প্রথম প্রহরের প্রাতঃকালে আমার মাথায় হাত রাখলে তুমি, আশ্বাস দিলে নিঃসঙ্গতার সতীন হবে আমার।
তারপর আমিও স্ববিশ্বাসে তোমাকে আপন করে নিলাম, জানি না আপন কি?
তবুও এটুকু বোধ হয় বুঝতে পেরেছি যে,যাকে ছাড়া শূন্যতা উপলব্ধি করা যায়,যাকে না দেখেও পাগলের মতো বিশ্বাস করা যায়।
জানি না,মায়া কি জিনিস…
যে ছেলেটা মায়ের আদর ছাড়া কোন নারী জাতির ভালোবাসা পায় নি, সে কিভাবে মায়া বুঝবে?
কারণ মায়ের ভালোবাসা নিঃস্বার্থের এজন্য সেটাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি।ওটা নিয়ে বুক চাপড়ানোর সময় আমাদের নাই,যদিও আমরা সময়ের সমুদ্রে ডুবে আছি।
তবুও আজ বুঝলাম মায়া কি।মায়া হলো না দেখেও তাকে মাতৃত্বের একাংশ ভাবা,আজ বোধ হয় আমি তোমার মায়ার জলে ভেসে গেছি,নৌকা নেই তবুও এক বুক বিশ্বাসের উপর জাপটে বসে আছি।
এই বুকের ভিতর একটা আসনে তোমাকে আজ বসিয়ে রেখেছি।
ভয় পাচ্ছি,তেোমাকে আমি সঠিক মর্যাদা দিতে পারব তো,পারব তো আমি তোমার যোগ্য প্রিয়তম একজন হতে।যার জন্য তোমার মনে একটা জায়গা তৈরি হবে।
আমি কি পারব হতে তোমার সব ভাবনার একাংশ হতে।

Manual6 Ad Code

প্রিয়তমা,আমাকে তুমি শাসন-সোহাগ করতে পারো তাতে এই অধমের বুকটায় সুখের উল্লাসে ঠিকরে পড়বে সুমধুর ভবিষ্যৎ।
তবে চাই না কখনও…..তোমার আচমকা বিচ্ছেদে এ মনে বিরক্তি অথবা অসম্পূর্ণতার জন্ম হোক
কিংবা
সম্পর্কে বা ভেদাভেদে অসম্পূর্ণ নাটকে প্রস্তুত নাট্যকারের মতো না বলা আবেগে পর্দার পেছনে কোন কৃত্রিম সুখের মতো গঞ্জনা ঠিকরে গীতালি পাড়ায় কোন বেসুরো কষ্টের ছন্দ লেখায় উপমায় ফুটুক।
একাকীত্বের পেছনে উল্লাস কিংবা সৃষ্টিতে কষ্টের সুখের মতো সাজানো সম্পর্ক ঝরা ফুলের মতো অবেলায় জন্ম দিক দীর্ঘ কবিতার অমোঘ বাণী।
প্রিয় তমা, আমার বোধগম্য নয় কিভাবে আপন হতে হয়,কিভাবে ভক্তি আর বিশ্বাসে মন জয় করতে হয়।আমি বড়ই অবুঝ,খুব কোণঠাসা আমার ভাবনা।
তবুও আজ থেকে এক মিতালি উঠলো গড়ে আমাদের মাঝে আপন থেকে আপনতর হয়ে।
প্রিয়তমা, তোমাকে হাজারো শ্রদ্ধায় দিলাম সপে তোমার হাতে আমার সব কষ্ট সব সুখ, নিলাম তোমার সব দ্বায়িত্ব, এ যেন অনাবিল সুখের গঙ্গায় ঢেউয়ের তালে গভীর সুখ-ছন্দের গানে নিশ্চিন্তে ঘুমানোর মতো।
তোমাকে ভালবাসি, আসলে ভালোবাসার মতো কিছুই আমার কাছে অবশিষ্ট নে

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code