জঙ্গি হামলার বর্ষপূর্তিতে হলি আর্টিজানে সাধারণের পরিদর্শনে মানা

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

জঙ্গি হামলার বর্ষপূর্তিতে হলি আর্টিজানে সাধারণের পরিদর্শনে মানা

Manual3 Ad Code

ঢাকা, ৩০ জুন ২০২০: করোনার কারণে এবার হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে না সাধারণ মানুষ। কেবল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংশ্লিষ্টদের জন্য খুলে দেওয়া হবে।

২০১৬ ভয়াবহ জঙ্গি হামলার পর প্রতিবছর ১ জুলাই নিহতদের প্রতি সম্মান জানানোর সুবিধার্থে সর্বসাধারণের জন্য বাড়িটি খুলে দেওয়া হয়।

Manual4 Ad Code

বুধবার চতুর্থ বার্ষিকীতে বাড়িটি খুলে দেওয়া হলেও সর্বসাধারণ যেতে পারবে না বলে জানিয়েছেন বাড়িটির মালিক সাদাত মেহেদী।

তিনি গণমাধ্যমকে বলেন, করোনার কারণে এবার অন্য বছরগুলোর মত নিহতদের সম্মান জানানোর ব্যবস্থা থাকছে না। করোনার ঝুঁকি থাকায় বাইরের লোক সমাগমের ব্যবস্থা এবার রাখা যাচ্ছে না। তবে বাংলাদেশে থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা নিহতদের সম্মান জানাতে পারবেন। কেবল তাদের জন্য এই ব্যবস্থা রাখা হচ্ছে।

Manual5 Ad Code

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই ভয়াবহ হলি আর্টিজান হামলা হয়। এদিন জঙ্গিরা ১৭ বিদেশি নাগরিকসহ ২৩ জন হত্যা করেছিলো।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ