কারাগারে চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

কারাগারে চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান

Manual6 Ad Code

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২০: আদালত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে কারাগারে পাঠিয়েছেন বিদেশে নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে।

Manual5 Ad Code

আজ শনিবার তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালত।
এর আগে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মো. কামরুজ্জামান আসামি ইভানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষে অ্যাডভোকেট খান মাহমুদুল হাসান জামিনের আবেদন করেন। তবে মামলার নথি না থাকায় আদালত আগামীকাল রবিবার জামিন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেপ্তার করে সিআইডি। জানা যায়, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মাসে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code