নিজেকে টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জের মতোই

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

নিজেকে টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জের মতোই

Manual4 Ad Code

|| মীম প্রধান || মিরপুর (ঢাকা), ০৭ নভেম্বর ২০২০ : ? উইতে এ্যক্টিভ আছি বেশ কিছুদিন হলো। এতো এতো সদস্যের ভিড়ে নিজেকে টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জের মতোই। আর তাই এ্যক্টিভ থাকার বিকল্প নেই।

Manual3 Ad Code

? এই পরিবারের সদস্যরা সবসময় এতো বেশি উৎসাহ দেয় যে, হতাশ হবার কোনো পথই খোলা নেই। এই পরিবারে এসেই নতুন করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছি। তাই উই এর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

Manual4 Ad Code

? বিগত কয়েক মাসে নিজেকে তৈরি করেছি, অনেকটা গুছিয়ে নিয়েছি, পোস্ট পড়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এখন নিজেকে তুলে ধরার পালা। খুব দ্রুত হাজির হবো নিজের কাজ নিয়ে।

Manual7 Ad Code

? আমি গাইবান্ধার মেয়ে।  মিরপুর থাকি
? বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি
? মীম প্রধান
? ভবিষ্যৎ উদ্যোক্তা

এ সংক্রান্ত আরও সংবাদ