দেশীয় শালের ওয়েভ

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

দেশীয় শালের ওয়েভ

Manual5 Ad Code

|| সামিয়া ফারাহ্ || ঢাকা, ১৭ নভেম্বর ২০২০ : শীত এখনও তেমন ভাবে আসেনি। কিন্তু হিমেল হাওয়ার স্পর্শ পাওয়া যাচ্ছে ধীরে ধীরে।

Manual2 Ad Code

শীতে শাল একটি অপরিহার্য অনুষঙ্গ।
কিন্তু এখন বোধ করি শাল অনেকটাই প্রয়োজন এর চাইতে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।
একজন ডিজাইনার হিসেবে যুগের সাথে তাল মিলিয়ে আমিও শাল ডিজাইন করছি প্রায় ৫/৬ বছর হলো।
আমার ডিজাইন করা ভেলভেট শাল গুলোর চাহিদা থাকে সবচেয়ে বেশি। যদিও অন্য মিডিয়াম এও কাজ করা হয়।
ঢাকায় সেভাবে শীত না পরলেও আমার ব্যাস্ততা শুরু হয়ে গেছে৷ আজকে চারটি দেশে চলে গেল আমার ডিজাইন করা ভেলভেট শাল গুলো।
সবমিলিয়ে প্রায় ১৫০ শাল!!! আলহামদুলিল্লাহ।
প্রচন্ডভাবে চুরি হচ্ছে আমার শালের ছবি। আর তাই আজকে থেকে ওয়াটার মার্ক ব্যাবহার শুরু করলাম। দেখা যাক থামাতে পারি কিনা কপিবাজদের। আমার জন্য সবাই দোয়া করবেন।

সবাই এই শীতে সুস্থ থাকবেন! সাবধানে থাকবেন।
দেশীয় শালের ওয়েভে শামিল হলাম আমিও।

Manual2 Ad Code

সামিয়া ফারাহ্
প্রতিষ্ঠাতা এবং ডিজাইনার
ফারাহ্’স ওয়ার্ল্ড
পরিচালক ( কার্যকরী কমিটি)
ওমেন এন্ড ই- কমার্স ফোরাম

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code