মসলিন শাড়ি সব প্রোগ্রামে পরে যাওয়া যায়

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

মসলিন শাড়ি সব প্রোগ্রামে পরে যাওয়া যায়

|| ফারহানা মাহাজাবিন রিতু || ঢাকা, ২০ নভেম্বর ২০২০ : মসলিন শাড়ি সব প্রোগ্রামে পরে যাওয়া যায়। এই শাড়িটিও তাই । শাড়ির উপর বিভিন্ন কালার সুতার কাজ করে কাট ওয়ার্কের কাজ করা হয়েছে।

আমি আগেও আমার বেশ কয়েকটি পোস্টে কাট ওয়ার্ক এর কাজ নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেছি।

গোল্ডেন কালার শাড়ির চারপাশে বিভিন্ন কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করে কাট ওয়ার্কের কাজ করা হয়েছে।ছবি থেকেও এইসব শাড়ি সরাসরি দেখতে বেশি সুন্দর হয়।

আমি ফারহানা মাহাজাবিন রিতু।কাজ করছি মসলিন শাড়ি নিয়ে।
Farhana Mahajabin Ritu
Owner and Founder at
Muslin Sharee