তিন দফা দাবিতে তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত পঙ্গু শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

তিন দফা দাবিতে তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত পঙ্গু শ্রমিকদের অবস্থান কর্মসূচি

Manual8 Ad Code

ঢাকা, ২৩ নভেম্বর ২০২০ : তিন দফা দাবিতে তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত পঙ্গু শ্রমিকদের জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের গতকাল ৬৬তম দিন অতিবাহিত হয়েছে।

Manual1 Ad Code

তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে সচিবালয় অভিমুখে কর্মসূচির মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে।
তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা গত ১৮ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ২২ নভেম্বর ২০২০ রবিবার ৬৬ দিনে সচিবালয় অভিমুখে কর্মসূচি দিয়েছিল।

Manual5 Ad Code

এর আগে অবস্থান কর্মসূচির পাশাপাশি গত ২৪ সেপ্টেম্বর ও ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী, বিজিএমই এবং শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। এরপর এতদিনেও সরকার দাবি না মানায় আজ শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল করেন শ্রমিকরা।

Manual6 Ad Code

বেলা ১২টায় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে সচিবালয়ের সামনে পুলিশি ব্যারিকেডে বাধা পায়। শ্রমিকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করেন এবং মন্ত্রণালয়ে জরিনা বেগমের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল প্রেরণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন:
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক শামীম ইমাম,‌ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, শ্রমিকনেত্রী আমেনা বেগম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code