ময়মনসিংহে Women and e-Commerce forum (WE)এর বিভাগীয় গ্রেন্ড মিট আপ কাল

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

ময়মনসিংহে Women and e-Commerce forum (WE)এর বিভাগীয় গ্রেন্ড মিট আপ কাল

Manual5 Ad Code

তানিয়া সুলতানা || ময়মনসিংহ, ২৪ নভেম্বর ২০২০ : অাগামীকাল ২৫ ডিসেম্বর ময়মনসিংহে Women and e-Commerce forum ( WE )এর বিভাগীয় গ্রেন্ড “মিট আপ” অনুষ্ঠিত হতে যাচ্ছে।  আমাদের প্রোগ্রামে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা, এই ৪টা জেলায় থাকা উই এর সব দেশীয় পন্যের উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ।

WE এর সংক্ষিপ্ত পরিচিতি এবং Meet Up এর উদ্দেশ্যঃ

Manual1 Ad Code

১১ লক্ষ সদস্য বিশিষ্ট পরিবার এখন আমাদের WE। প্রথমে এটি শুধু নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও, পরবর্তীতে এটি দেশীয় পন্যের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত অনলাইন প্লাটফর্ম হিসেবে গড়ে উঠেছে, যেখানে নারীদের পাশাপাশি পুরুষ উদ্যোক্তারাও কাজ করছেন। WE এর উদ্যোক্তাদের মূল পরিচয় হলো- সবাই এখানে দেশীয় পন্যের উদ্যোক্তা। আমাদের ঐতিহ্য বহনকারী দেশীয় সব পন্যকে সারাবিশ্বে পৌঁছে দেয়াই এর মূল লক্ষ্য।

Manual5 Ad Code

উই এর মূল উদ্দেশ্য যেহেতু দেশীয় পন্য এবং এর উদ্যোক্তাদের নিয়ে এগিয়ে যাওয়া, তাই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপু এবং এডভাইসার Razib Ahmedস্যার বিভিন্ন জেলা এবং বিভাগের মিট আপ প্রোগ্রামের মাধ্যমে সারাদেশের দেশীয় উদ্দ্যোক্তাদেরকে একত্রিত করে এই বিশাল কমিউনিটির বন্ডিং টা আরও জোরদার করে পারস্পারিক সহযোগীতার মাধ্যমে স্ট্রং নেটওয়ার্ক গড়ে তুলতে চান এবং এলাকাভিত্তিক পন্যগুলোকেও সামনে নিয়ে আসতে চান।
পাশাপাশি এই প্রোগ্রামে আলোচনার মাধ্যমে উদ্যোক্তাদের সব ধরনের সুবিধা-অসুবিধাগুলো জেনে নিয়ে সেগুলোর সমাধানের দিকেও আলোকপাত করা হবে।

এতো বিশাল একটা প্রোগ্রামকে সফল করতে হলে সবার সম্মিলিত সহযোগীতা কাম্য। আশা করছি বৃহত্তর ময়মনসিংহ বিভাগে থাকা উই এর সকল উদ্যোক্তারা প্রবল আগ্রহ নিয়েই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং উই এর এই গ্রেন্ড মিট আপকে সফল করবেন।

মিট আপ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের সাথে-

Manual2 Ad Code

Arifa Khatun
Mst Ruksana Sultana
Maria Radiatur Rahman
Tahmina Kabir
Kh J Asha

Manual6 Ad Code

ছবিতে ময়মনসিংহ মিটআপের ভলেন্টিয়ার গ্রুপ। আলহামদুলিল্লাহ!

ধন্যবাদ সবাইকে। ?

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code