দেশে এ পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনা টিকা গ্রহণ করেছেন

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

দেশে এ পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনা টিকা গ্রহণ করেছেন

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২১ : দেশে এ পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৪২৬ জন পুরুষ এবং ৯১ হাজার ৩৪৩ জন নারী রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬৯১ জন এবং নারী ৪৬ হাজার ৭৬০ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহন করেছেন ৪০ হাজার ৯০৭ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১৯ হাজার ১১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৫৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৪৫৮ জন, রাজশাহী বিভাগে ১৭ হাজার ৯৭১ জন, রংপুর বিভাগে ১৪ হাজার ২২৪ জন, খুলনা বিভাগে ১৭ হাজার ১১৫ জন, বরিশাল বিভাগে ৬ হাজার ১৪৭ জন এবং সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় করোনার টিকা নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কর্মীরা সহ সাংবাদিকরা।
সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে টিকা নেয়ার প্রতিক্রিয়ায় কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। ভয়-ভীতির কোনো সুযোগ নাই। নিজেদের সুরক্ষার প্রয়োজনেই সবাইকে করোনার টিকা নিতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণজনিত মহামারি প্রতিরোধে অন্য অনেক উপজেলার তুলনায় শ্রীমঙ্গল এগিয়ে। জনগণকে টিকা নেয়ার ক্ষেত্রে আরও বেশি করে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাতে হবে। টিকা প্রদানের ক্ষেত্রে অনিয়ম যাতে না হয় সে দিকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।”