বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২১

বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল

Manual1 Ad Code

ঢাকা, ১৪ মে ২০২১: কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আর নেই। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual2 Ad Code

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) আইটি বিভাগের সিস্টেম এনালিস্ট মো. কামারুল হকের বড় ভায়রা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।
১৯৭১ সালে তিনি সিলেট জেলার ৩-ন্ম্বর সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধ করেন। তাঁর গ্রামের বাড়ি কাপাসিয়ার ঘাগুটিয়া ইউনিয়নস্থ কামার গাওয়ে। আজ বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual3 Ad Code