শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট প্রদান করেছেন ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড সৈয়দ অামিরুজ্জামান

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট প্রদান করেছেন ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড সৈয়দ অামিরুজ্জামান

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ০৭ অক্টোবর ২০২১ : উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে অদ্য ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রভাষক মো: দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Manual8 Ad Code

উল্লেখ্য, অাজ ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের উপ-নির্বাচন।

Manual8 Ad Code

সমগ্র উপজেলায় উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৮০টি ভোটকেন্দ্রের ৫৭৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৯৫ এবং নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসিম জানান, নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি ১৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও জানান, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এছাড়াও নির্বাচনে ভোটগ্রহণকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল বলে তিনি জানান।

এবারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে অাওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় (নৌকা) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিজানুর রব (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ও প্রেম সাগর হাজরা (আনারস)।

Manual2 Ad Code

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ