বাণিজ্যমন্ত্রীকে তিস্তা লংমার্চের সমাবেশে যোগদানের আমন্ত্রণপত্র প্রদান করলেন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

বাণিজ্যমন্ত্রীকে তিস্তা লংমার্চের সমাবেশে যোগদানের আমন্ত্রণপত্র প্রদান করলেন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ

রংপুর, ১৪ অক্টোবর ২০২১: আগামী ১৫ নভেম্বর ২০২১ তিস্তা রেলসেতু সংলগ্ন তিস্তার তীরে লংমার্চের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। ওই সমাবেশ শুরু হবে বেলা তিনটায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে বাণিজ্যমন্রী টিপু মুনশি এমপি মহোদয় হাতে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী ও সাধারণ সম্পাদক শফিয়ার রহমান। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্টান্ডিং কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান, মাহমুদ আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলী।
১৭ সেপ্টেম্বর সংগঠনের বর্ধিত সভা থেকে ছয়দফা দাবিতে তিস্তা রেলসেতু তীর অভিমূখে ” তিস্তা লংমার্চ ও সমাবেশের কর্মসূচি” ঘোষণা করা হয়।
ওই সভায় রংপুর বিভাগের পাঁচ মন্রী, তিস্তা অববাহিকার ২২ জাতীয় সংসদ সদস্য, জাতীয় নেতৃবৃন্দসহ এতদাঞ্চলের সকল স্তরের জনপ্রতিনিধিদের সমাবেশে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৪ অক্টোবর বাণিজ্যমন্রী মহোদয়ের হাতে সমাবেশে যোগদানের আমন্ত্রণপত্র বিকেলে রংপুরের বাসভবনে তাঁর হাতে হস্তান্তর করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ