সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা, ০৭ নভেম্বর ২০২১ : যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে শাহবাগে গড়ে তোলা গণজাগরণ মঞ্চের সহযোদ্ধা, সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান তৌহিদ হোসেন তকি অার নেই।
তিনি অাজ (৭ নভেম্বর ২০২১) সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
দেওয়ানের জানাজার নামাজ বাদ আছর “কুমিল্লা নবাব বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
নূর-উর রহমান মাহমুদ তানিমের শোক
তার অকাল প্রয়াণে শোকাহত ফেসবুক স্ট্যাটাসে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস, ‘৯০-এর মহান গণ-অভ্যুত্থানের সংগঠক, সাবেক ছাত্রলীগ নেতা, কুমিল্লা মহানগর অাওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূর-উর রহমান মাহমুদ তানিম লিখেছেন, “কিছু লোক আমাদের জীবনে আসে, হৃদয়ে রক্তক্ষরণ করে ফেলে চলে যায়।
আজ সকাল ৯ ঘটিকায় ইহলোকের মায়া ত্যাগ করে দেওয়ান আমাদের ছেড়ে চলে যায়।”
সৈয়দ অামিরুজ্জামানের শোক
যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে শাহবাগে গড়ে তোলা গণজাগরণ মঞ্চের সহযোদ্ধা, সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান তৌহিদ হোসেন তকি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।
অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শোক
বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক অাফজালুর রহমান বাবু এক বিবৃতিতে দেওয়ান তৌহিদ হোসেন তকি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D