করোনার সংক্রমণ প্রতিরোধে শ্রীমঙ্গলে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা শুরু

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

করোনার সংক্রমণ প্রতিরোধে শ্রীমঙ্গলে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১১ জানুয়ারি ২০২২ : “মাস্ক পরুন। সামাজিক দুরত্ব বজায় রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।”- এসব শ্লোগানকে সামনে রেখে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণরোধকল্পে স্বাস্থ্যবিধি মানতে জনগণকে উদ্বুদ্ধ করতে শ্রীমঙ্গলে জনসচেতনতামূলক প্রচারণায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১১ জানুয়ারি ২০২২) সকালে শহরের চৌমুহনা চত্বরে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী এই প্রচারণা শুরু হয়। এসময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে জনগণকে উদ্বুদ্ধকরণ সচেতনতামূলক প্রচারণা সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার দাস, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক অভিনাশ আচার্য প্রমুখ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ