ভালো থেকো শ্রীমঙ্গল

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

ভালো থেকো শ্রীমঙ্গল

Manual7 Ad Code

নজরুল ইসলাম |

যুগ-যুগান্তর ধরে
তোমার মনোহারি রূপদর্শনে
অগণন ভ্রমণকারী’র নয়ন-মনে
থাকো, নিরূপম আলেখ্য হয়ে।

Manual4 Ad Code

তোমার হৃদয় হতে উৎসারিত
কুঁড়িপাতার নির্যাস,
জগৎজুড়ে তৃষ্ণা মেটায় পিয়াসি’র।
তোমার চারশো পঁচিশ বর্গকিলোমিটার অবয়ব
যেনো সারসংক্ষেপ পৃথিবী’র।

Manual7 Ad Code

তুমিই বিশ্ব-
তুমি ভালো থেকো,
রূপে-রসে-সৌন্দর্যে
অনন্য হয়ে।

তোমার মাটি-জল-হাওয়ায়
নতুন প্রজন্ম- বেড়ে ওঠছে যারা,
যারা জন্মেনি এখনো- আগামী প্রজন্ম;
তারা হিতৈষী হো’ক- সমগ্র সৃষ্টি’র জন্য।
সুখী হো’ক- অন্যের সুখানন্দে,
হো’ক বিশ্বনাগরিক- জ্ঞানে ও কর্মে
বিস্ময় তুমি আগামী’র স্বপ্নে।

তোমার সবুজ-শ্যামল উর্বর গ্রামগুলো
অনাবিল শান্তি’র নিবাসে
অনাবাদে পড়ে থাকা, পরিত্যক্ত স্থানগুলো
ভরে ওঠুক ফুলে-ফলে, গার্হস্থ্য প্রাণিতে
বাগান হো’ক, খামার হো’ক,
কর্মে মত্ত হো’ক- আলস্যে ডুবে থাকা
ইচ্ছে-বেকার সকলে।

সুমতি হো’ক-
বিকারগ্রস্ত কতিপয় কুজনের,
নিবৃত্ত হো’ক অপহারীরা, যারা
নরম দানাদার আবরণ ছিন্ন করে’
ক্ষত সৃষ্টি ক’রে তোমার পবিত্র শরীরে।
তোমাকে শুশ্রূষার কর্তব্য যাদের-
হো’ক অটল মনোবল তাদের।

Manual5 Ad Code

তোমার অপার বৈচিত্র‍্যের অতল সৌন্দর্যে
ধারণ করছো, কতো অজ্ঞাত-অশ্রুতজনকে
নিরবধি-
তোমার অকৃপণ সুমহান অঙ্গে-
গ্রহণ করছো কতো জন্ম,
বরণ করছো কতো মৃত্যু,
বহন করছো কতো নৃ-পরিচয়;

Manual2 Ad Code

ধর্ম-বর্ণ নির্বিশেষে
অভিন্ন সম্ভ্রম দিয়ে,
সার্বজনীন শ্রীমঙ্গল,
ভালো থেকো তুমি-
সর্বজনীন হয়ে।

১৪ মে ২০২২
ময়মনসিংহ

এ সংক্রান্ত আরও সংবাদ