ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি বেনজির ও সম্পাদক আজম

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি বেনজির ও সম্পাদক আজম

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১০ জুন ২০২২ : ঢাকাস্থ ‘শরীয়তপুর সাংবাদিক সমিতি’র ২০২২-২৩ সালের মেয়াদে কমিটির সভাপতি পদে বেনজির আহমেদ (বাংলাভিশন) ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আজম (আমার সংবাদ) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ জুন ২০২২) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
শরীয়তপুর সাংবাদিক সমিতির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি রোজিনা ইসলাম (প্রথম আলো), রেজাউল হক রেজা (আনন্দ আলো), মনির হোসেন (দৈনিক নয়া দিগন্ত) শাহাদাৎ হোসেন শাহীন (দৈনিক গণমুক্তি), সৈয়দ আবদুল গাফফার তপন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা যুথী (ডিবিসি) ও এফ রহমান রূপক (দৈনিক গণমুক্তি)।
সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মামুন (সময় টেলিভিশন), সহ-সাংগঠনিক মাহবুব আলম (ডেইলি সান), জামাল উদ্দিন (বাংলাভিশন), দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (আমার সংবাদ), সমাজ কল্যাণ সম্পাদক বিষয়ক সম্পাদক খলিলুর রহমান জুয়েল (এটিএন বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আহমেদ (ডেইলি বাংলাদেশ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিবুল ইসলাম (নাগরিক টেলিভিশন), আইন বিষয়ক সম্পাদক এমরুল হাসান বাপ্পী (দ্য ডেইলি স্টার) নারী বিষয়ক সম্পাদক জাকিয়া আহমেদ (দৈনিক বাংলা)।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক চঞ্চল (দৈনিক যুগান্তর), আব্দুস সালাম (প্রথম আলো), মহসিন বেপারী (বাসস), আতাউর রহমান (দৈনিক সমকাল), হাবিবুর রহমান পলাশ (দৈনিক দেশ রূপান্তর), মহিউদ্দিন তুষার (দৈনিক গণমুক্তি)।
এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুইটি পদ শূন্য রাখা হয়েছে।
এর আগে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোজাম্মেল হক চঞ্চলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কেএম এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্সের এমডি বিএম ইউসুফ আলী।

Manual3 Ad Code

ঢাকাস্থ ‘শরীয়তপুর সাংবাদিক সমিতি’র ২০২২-২৩ সালের মেয়াদে কমিটির সভাপতি পদে বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আজম সহ নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code