সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ মে ২০২৩ : “তথ্য অধিকারে গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতা” শীর্ষক এক কর্মশালা আজ বুধবার (৩১ মে ২০২৩) আগারগাঁওস্থ তথ্য কমিশনে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে।
তথ্য অধিকার আইন ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের উৎসাহিতকরণ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সুচিন্তিত মতামত গ্রহণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ মুখ্য আলোচক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। বর্তমানে দেশ ক্রমাগত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার প্রধান সোপান হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা যার অন্যতম হাতিয়ার তথ্য অধিকার আইন।
তারা বলেন, বিশুদ্ধ তথ্য সম্বলিত গভীরতর অনুসন্ধানী প্রতিবেদন তৈরীতে তথ্য অধিকার আইন অত্যন্ত কার্যকর।
কর্মশালায় তথ্য অধিকার আইনের প্রয়োগ বাড়াতে সাংবাদিকদের অভিজ্ঞতা, জ্ঞান ও মতামত আহ্বান করেন প্রধান তথ্য কমিশনার।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থপন করেন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
কর্মশালা সঞ্চালনা করেন তথ্য কমিশনের সচিব (রুটিন দায়িত্ব) ড. মো. আ. হাকিম। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রধান প্রতিবেদকদের অংশগ্রহণে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D