জেন্ডার উন্নয়ন ও মানবাধিকার নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ প্রশিক্ষণ কোর্স ২ ডিসেম্বর থেকে শুরু

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

জেন্ডার উন্নয়ন ও মানবাধিকার নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ প্রশিক্ষণ কোর্স ২ ডিসেম্বর থেকে শুরু

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ নভেম্বর ২০২৫ : জেন্ডার উন্নয়ন, মানবাধিকার ও শান্তি বিষয়ে ১৬তম বাংলাদেশ–ভারত যৌথ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ থেকে ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। বাংলাদেশের উন্নয়ন সংগঠন প্রাগ্রসর ও ভারতের সংগঠন স্বয়ম যৌথভাবে এই প্রশিক্ষণ আয়োজন করছে। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে সিসিডিবি হোপ সেন্টার, বাংলাদেশে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট জেন্ডার বিশেষজ্ঞ, উন্নয়ন কর্মী ও নারী অধিকারকর্মীরা প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের জেন্ডার সমতা, মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে এই কোর্স।

Manual8 Ad Code

অংশগ্রহণের জন্য আগ্রহীদের ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং জেন্ডার ও নারীবাদ বিষয়ক কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি নারী আন্দোলনভিত্তিক সংগঠন—যেমন সাংগাত, প্রাগ্রসর, নিজেরা করি ইত্যাদির কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। আবেদন গ্রহণের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৫।

Manual7 Ad Code

আগ্রহীরা তাদের জীবনবৃত্তান্ত ও (যদি কর্মরত থাকেন) প্রতিষ্ঠানের নামসহ আবেদন পাঠাতে পারেন নিচের ইমেইল ঠিকানায়:
rita.pragroshor@gmail.com, faria.pragroshor@gmail.com
যোগাযোগ: ০১৩৩৫১৪৩১০৪

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code