কর্মক্ষেত্রে নতুনদের কেন সাহায্য করা উচিৎ? 

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১

কর্মক্ষেত্রে নতুনদের কেন সাহায্য করা উচিৎ? 

Manual2 Ad Code

।| ইরিনা কবির |। ঢাকা, ০৫ জুলাই ২০২১ : আসসালামু আলাইকুম। আসুন আলোচনা করা যাক কেন কর্মক্ষেত্রে নতুনদের সহযোগিতা করা উচিৎ।  আসলে নতুন কাউকে সহযোগিতা করলে কোনো ক্ষতি হয় না। এটা অনেকেই বুঝতে চাই না।আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে আজ নেমে থাকেন, তবে আগামীকাল যে নামবে – সে হবে জুনিয়র। এবং আপনি তার চেয়ে একদিন হলেও এগিয়ে আছেন।

Manual8 Ad Code

এখন যদি তার কোনও সাহায্যের দরকার হয় – তবে সাধ্যমত চেষ্টা করা উচিত তার সমস্যার সমাধান করতে। নতুনদের মাঝে ছড়িয়ে দিন যে, আপনি তাদের সাধ্যমত সাহায্য করতে প্রস্তুত আছেন। এবং সহোযোগিতা করা কোন খারাপ কিছু নয়।
বরং এতে করে নতুনদের মাঝে প্রিয় হয়ে উঠবেন, পরিচিতি বাড়বে। ভুলেও ভাববেন না যে, অন্যদের সাহায্য করলে তারা আপনাকে ছাড়িয়ে যাবে। এটা খুবই পুরনো ধারণা, এবং এতে আপনার সম্মান উলটো আরো কমে যাবে।
নতুনদের সাহায্য করলে দেখবেন, তারাই  সুনাম বাড়িয়ে দিচ্ছে, সেইসাথে আপনাকেও তারা তাদের সাধ্যমত সাহায্য করবে।

ইরিনা কবির (ব্যাগ আপু)
?মিরপুর ঢাকা থেকে কাজ করছি নিজ ডিজাইন করা ড্রেস,ব্লাউজ,প্যন্ট, শাড়ি ও ব্যাগ নিয়ে।
?দেশীয় ঐতিহ্যবাহি হ্যান্ড ব্যাগ ও পার্স এর পাইকারি ও খুচরা বিক্রেতা।
?উদ্দোক্তা EK’s Stylemart

(ছবিতে নিজ পন্যের মডেল আমি নিজেই)

Manual6 Ad Code

“এই পণ্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই” কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”

Manual1 Ad Code