সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১
বিশেষ প্রতিনিধি। ঢাকা, ৩১ জুলাই ২০২১ : মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণের অাওতায় বিসিক থেকে ক্ষুদ্র ঋণ প্রাপ্ত তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সদস্যদের ব্যবসা-উদ্যোগ পরিচালনার স্বার্থে নিজস্ব ই-কমার্স সাইট (ওয়েব) Grassroots Regional Artisan Movement- ‘গ্রাম’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই ২০২১) সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্চুয়ালী গুগল মিটে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: মোশতাক হাসান, এনডিসি।
তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর নির্বাহী পরিচালক ও সিইও হিমাংশু মিত্রের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি মেঘা লালসানকার, এসএজিডিএফ-এর সেক্রেটারি জেনারেল ইয়াকুব মোহাম্মদ, বিসিকের উপব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সোহেল অাহমেদ, টেকনো ওয়েভের নির্বাহী প্রধান রাহুল সিংহ চৌহান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান; তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সাংগঠনিক সম্পাদক অাবিদা সুলতানা, বাংলাদেশ ব্যাংকের শামীমা নার্গিস, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর অন্তর্জাতিক সম্পাদক অনিন্দিতা মিত্র ও বিসিক খুলনা জেলার উপব্যবস্থাপক অাবির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দা তাহমিনা বেগম, অাবেদিন লাকী, অাব্রিন লামিয়া, অাদিবা বুটিকস, অাফরোজা মিনা, অাখি, ওশি রায়, অাজিজা সুলতানা, অায়োশ শর্মা, ফাহেমা নালওয়ালা, ফেরদৌস আরা খানম, হামিদা রহমান, কাবেরী পাল, কামরুন্নাহার, কানিজ উর্মী, খন্দকার মাসুম, লাবনী অাহমেদ, মর্জিনা লাকী, মোস্তাক হাসান, মৌ কথা, মিস মিলি, নার্গিস অাহমেদ, নাওয়ার্স ওয়ার্ল্ড, পিয়া রহমান, পম্পা সোম, প্রিয়াসা ঘোষ, প্রহলাদ লাহিড়ী, রতন কুমার রায়, সাব্রিনা শারমিন, সাকি বুলবুল, সাবিহা সিদ্দিকা, শহীদ উদ্দিন অাকবর, সাহিদা বেগম, সাহিনা অাক্তার, শারমিন সুলতানা মনি, শবনম পাটেল, শ্যামলী সূত্রধর, সিয়াম, স্নিগ্ধা সুমী, তাহমিনা তাবু, উম্মে কুলসুম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষ, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম অাহবায়ক অন্তরা ঘোষ, ওয়াহিদা ইউসুফ, উম্মে রোমান নিপুণ, উম্মে কুলসুম লুৎফুন নেসা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি ও বাংলাদেশ প্রতিক্ষণের ভ্রাম্যমাণ প্রতিনিধি শেখ জুয়েল রানা প্রমূখ।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সহ দেশ বিদেশের ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।

গ্রাসরুটসের নিজস্ব ই-কমার্স সাইট ‘গ্রাম’-এর উদ্বোধন


সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি