শামীম রহমান রুবার ১ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

শামীম রহমান রুবার ১ম মৃত্যুবার্ষিকী আজ

Manual6 Ad Code

ঢাকা, ১৪ নভেম্বর ২০২১ : বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ঘাসফুল’ এর প্রতিষ্ঠাতা মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ ও প্রধান পৃষ্ঠপোষক মরহুম এম. এল. রহমানের ৩য় কন্যা শামীম রহমানের (রুবা) ১ম মৃত্যুবার্ষিকী অাজ।

Manual8 Ad Code

এ উপলক্ষে গতকাল ঘাসফুল প্রধান কার্যালয়ে ভার্চুয়াল দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।
ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পাঠ করেন মরহুমার বড় বোন ও ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য পারভীন মাহমুদ এফসিএ এবং মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ শিখা জামান।
স্মরণ সভায় মরহুমার কন্যা ডা. শাবানা চৌধুরী, ননদ সীমা খান, ক্যামেলিয়া, খালা নাহিদ হানিফ, ডা. ফারুক আযম, ঘাসফুল নির্বাহী কর্মকর্তা ও একমাত্র ভাই আফতাবুর রহমান জাফরী, ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য ও ছোট বোন ঝুমা রহমান, ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য ও মরহুমার মায়ের সহপাঠী প্রফেসর ড. জয়নাব বেগম, ফজলুল হক মামুন, তানাজ ও ঘাসফুল উপপরিচালক মফিজুর রহমান অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে শামীম রহমানের বর্ণাঢ্য জীবনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দোয়া মাহফিল ও স্মরণ সভায় দেশ-বিদেশে অবস্থানরত মরহুমার স্বজনরা অংশগ্রহণ করেন। ঘাসফুল ফেইসবুকে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়।

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ