বিশ্বকবি’র ৮১তম প্রয়াণ দিবসে শ্রীমঙ্গলে তাঁরই গানে ‘তুমিই সন্ধ্যার মেঘমালা’ শীর্ষক স্মরণ

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২

বিশ্বকবি’র ৮১তম প্রয়াণ দিবসে শ্রীমঙ্গলে তাঁরই গানে ‘তুমিই সন্ধ্যার মেঘমালা’ শীর্ষক স্মরণ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ অাগস্ট ২০২২ : বিশ্বকবি’র ৮১তম প্রয়াণ দিবসে শ্রীমঙ্গলে তাঁরই গানে ‘তুমিই সন্ধ্যার মেঘমালা’ শীর্ষক স্মরণ অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।
অাগামী ৬ অাগস্ট ২০২২ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে সবুজবাগ ম্যারাথন গ্রুপ (এস.এম.জি)-এর সার্বিক সহযোগিতায় সুরের মেলা’র উদ্যোগে এ স্মরণ অনুষ্ঠান।

Manual1 Ad Code

Manual1 Ad Code

বাইশে শ্রাবণ,
বাংলা সাহিত্যের এক প্রজ্বলিত নক্ষত্রের নিভে যাওয়ার দিন।
শ্রাবণঢলের ন্যায় সবকিছুকে ভাসিয়ে মহাবিশ্বের স্রোত ধরে এই দিনে প্রয়াণের
ভেলায় চড়ে যিনি ছেড়ে গেছেন এ বিশ্বলোক,
তিনি অামাদের প্রাণের বিশ্বকবি।
কবি চলে গেছেন যতোখানি, তারচেয়ে বেশি থেকে গেছেন গানে, সুরে, কবিতায়, নাটকে, কাব্যগাঁথায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code