১১০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ড. ইউনূস: এনবিআর

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

১১০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ড. ইউনূস: এনবিআর

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ মে ২০২৩ : নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ১১শ’ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বলে হাইকোর্টকে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রবিবার (৭ মে ২০২৩) এনবিআরের পক্ষ থেকে হাইকোর্টকে আয়কর ফাঁকির তথ্য দেয় এনবিআর।

২০১২-১৭ এই পাঁচ বছরে ১১শ’ কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এর আগে, ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১শ’ কোটি টাকার আয়কর রিটার্নের মামলা চালুর জন্য হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

ড. ইউনূসের ব্যক্তিগত এবং তার প্রতিষ্ঠিত ৯টি প্রতিষ্ঠানের কর সংক্রান্ত তথ্য চেয়ে এনবিআরের কাছে চিঠি দিয়েছিল দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সার্কেল এবং জরিপ দফতরকে মৌখিক নির্দেশনাও দেয়া হয়েছিল। সেই নির্দেশনার ভিত্তিতে তথ্য দিয়েছে এনবিআর।

এ সংক্রান্ত আরও সংবাদ