ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান কাল

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৩

ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান কাল

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৬ মে ২০২৩ : “দুনিয়ার মজদুর এক হও। পঞ্চাশ বছর পেরিয়ে শতাব্দীর অভিযাত্রায় সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেই। সমাজতন্ত্রই মুক্তির পথ।”-এইসব শ্লোগানকে সামনে নিয়ে আগামীকাল বুধবার (১৭ মে ২০২৩) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৫০ বছর পূর্ণ করেছে।
এ উপলক্ষ্যে পার্টির বছরব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলদেশে মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।

এ সংক্রান্ত আরও সংবাদ