সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২৩
বিশেষ প্রতিবেদক | ঢাকা, ২৬ মে ২০২৩ : “নারীমুক্তি অর্থ মানবমুক্তি। নারী মুক্তি আন্দোলনকে জোরদার করতে হলে তৃণমূল পর্যায়ের নারীদেরকে সচেতন ও সংগঠিত করতে হবে। এ কাজটি কঠিন তবে অসম্ভব নয়। নারী মুক্তি সংসদকে এই কঠিন কাজটিকেই বেগবান করতে হবে। নারী মুক্তি সংসদ কেবলমাত্র শহুরের শিক্ষিত মধ্যবিত্ত নারীদের মধ্যে কাজ করলেই হবে না। সমাজের সর্বস্তরের শোষিত নির্যাতিত নারীদেরকে সুসংগঠিত করতে হবে। সমাজের অর্ধেকেরও বেশি নারী কিন্তু এই নারীরা সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন ভূমিকা রাখতে পারে না। কারণ আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক ও পুঁজিতান্ত্রিক। দুই তন্ত্রই নারীকে অবধমিত করে রাখে। তাই নারীকে সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করতে হলে নারীকে আরো যোগ্য হয়ে উঠতে হবে। এই কাজে নারী ও পুরুষকে হাতে হাত রেখে এগিয়ে নিতে হবে।”
আজ শুক্রবার (২৬ মে ২০২৩) বিকাল ৪টায় নারী মুক্তি সংসদের উদ্যোগে ৮০তে জনতার মেনন উদযাপন উপলক্ষ্যে ‘নারী আন্দোলন ও রাশেদ খান মেনন” শীর্ষক এক আলোচনাসভা বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক জননেতা শিরীন আখতার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী খুশী কবির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, বিশিষ্ট শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেত্রী বিশিষ্ট শিক্ষাবিদ মনিকা মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি উপস্থিত থেকে তার অনুভুতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেত্রী এড. জোবায়েদা পারভীন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলি সিকদার।
অনুষ্ঠানের শুরুতে মনিকা মন্ডল কর্তৃক গণসঙ্গীত পরিবেশন করেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D