স্মার্ট যুবক’ই স্মার্ট বাংলাদেশের হাল ধরবে: তৌহিদ

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

স্মার্ট যুবক’ই স্মার্ট বাংলাদেশের হাল ধরবে: তৌহিদ

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৭ মে ২০২৩ : “কোটি কোটি যুবক বেকারত্বের অভিশাপে হতাশার সাগরে ভাসিয়ে যতই আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন পূরণ হবে না। কারণ আগামীর উন্নত বাংলাদেশের হাল ধরতে হবে যুব সমাজকেই। আজকের তারুণ্য’ই আগামী বাংলাদেশের কান্ডারি। অতএব সবার আগে এদেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যুব সমাজকে স্মার্ট করতে হবে।”-বললেন বাংলাদেশ যুব মৈত্রী’র কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ।
শুক্রবার (২৬ মে ২০২৩) বাংলাদেশ যুবমৈত্রী’র ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী ঘোষণায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ এ কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাপস দাস বলেন, “সকল সরকারী শূন্যপদ পূরণ, বেকার যুবকের কর্মসংস্থান এবং সন্ত্রাস-দুর্নীতি, মাদক ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব যুবমৈত্রীকেই নিতে হবে।”
রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে যুবনেতা মুক্তার হোসেন নাহিদের সভাপতিত্বে এবং যুবনেতা মনোজ বাড়ৈ-এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি কায়সার আলম, সহ-সাধারণ সম্পাদক আল আমীন মাহাদী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আবু কালাম খান, ওমর ফারুক সুমন, টিপু সুলতান, মাহাবুদ রানা তরুণ, মইন উদ্দিন রাসেল ও ঢাকা মহানগরের বিভিন্ন থানার প্রতিনিধিবৃন্দ।
প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ওমর ফারুক সুমনকে সভাপতি, মঈনউদ্দিন আহমেদ রাসেলকে সাধারণ সম্পাদক এবং মোঃ হান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ