সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
বুক রিভিউ বিষয়ক প্রতিবেদক | কলকাতা (ভারত), ২৬ ডিসেম্বর ২০২৪ : প্রাবন্ধিক অক্ষয় কুমার মৈত্রেয় বহু দুর্লভ গবেষণা গ্রন্থ নিয়ে কাজ করেছেন। বিশেষত ইতিহাস সংস্কৃতির পুনরুদ্ধার করার অভিপ্রায়ে তাঁর রচিত গ্রন্থ গুলি বর্তমানেও সমান প্রাসঙ্গিকতা রাখে।
ছোটবেলায় ইতিহাস বইতে ফা-হিয়েনের ভারত বিবরণের কথা জেনেছি আমরা। পরীক্ষায় উত্তরেও লিখেছি তাঁর বর্ণিত ভারত কথা। একথা অনস্বীকার্য যে তৎকালীন ইতিহাস চর্চার ক্ষেত্রে এই বিদেশী পর্যটকের বিবরণ অন্যতম উপাদান।
ইতিহাসের আলোকে ভারতবর্ষে বৌদ্ধধর্মের জন্ম, তার প্রসার, গৌতম বুদ্ধ, কপিলাবস্তু ও চৈনিক পরিব্রাজক ফা-হিয়েনের ভারত ভ্রমণের বিবরণ তা নিয়ে গবেষণালব্ধ উল্লেখযোগ্য দলিল উক্ত বইটি।
বইটিতে পাবেন যা যা,
কপিলাবস্তু
শাক্যবুদ্ধ-বোধিদ্রুম
ফা-হিয়েন
জীবন কাহিনী
যাত্রারম্ভ
উত্তরভারত
উপগুপ্ত
চৈনিক তীর্থযাত্রী
ও
চিত্রাবলী
ইতিহাস গবেষণার উল্লেখযোগ্য দলিল এই বইটির মূল্য মাত্র ১৬০/-
বৌদ্ধধর্ম ও ফা-হিয়ান (হার্ড বাইন্ডিং)
অক্ষয় কুমার মৈত্রেয়
বিন্দুবিসর্গ পাবলিশার্স
মূল্য-১৬০/-
বইটি পেতে যোগাযোগ করুন
বিন্দুবিসর্গ পাবলিশার্স
২৭/৬ সূর্য সেন স্ট্রীট, কোলকাতা ৯
৮০১৩৬৫৫৬৪৩/৭৬৮৬০৩৭৯০৭
এছাড়াও বইটি পাবেন,
কলেজ স্ট্রিটে
বিন্দুবিসর্গ পাবলিশার্স
দেজ্ পাবলিশিং
দে বুক স্টোর (দীপু)
আদি দে বুক স্টোর
শ্রীনাথ লাইব্রেরি
শ্রীরামপুর
ভেস্ট পকেট
সোদপুর
পাপাঙ্গুলের ঘর
চু৺চুড়া
বিদ্যার্থী ভবন
ত্রিবেনী
গীতাঞ্জলি
বর্ধমান
বুড়ো রাজ
অরবিন্দ বুক স্টল
শান্তিনিকেতনে (বোলপুর)
রামকৃষ্ণ বুক স্টল
মেদিনীপুর
ভূর্যপত্র
ঘরে বসে অনলাইনে
বইঘর ডট ইন
অথবা
আমরা থাকলাম পৌঁছে দিতে
8013655643/7686037907
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি